ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ করছে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, অক্টোবর ১৮, ২০২৫
বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ করছে বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ করছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কারগো এরিয়াতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

বিমান বাহিনীর অগ্নিনির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

শনিবার আনুমানিক দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং তা দৃষ্টিগোচর হওয়া মাত্র ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বাশার থেকে বিমান বাহিনীর অগ্নি নির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যগণ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে।  

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট অগ্নিনির্বাপণে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।