হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
ঘটনাস্থলে কাজ করছেন সংশ্লিষ্টজনদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে বাংলানিউজ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
জানা গেছে, বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ছয়টি ইউনিট পথে রয়েছে।
প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হওয়ার পর ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
এনডি/এমজে