ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৩, অক্টোবর ১৯, ২০২৫
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনে ধোঁয়ার কুণ্ডলী/ছবি: ডিএইচ বাদল

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই কমিটিকে দ্রুততম সময়ে অগ্নিকাণ্ডের সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছে রাজস্ব রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ।

এনবিআর জানায়, কমিটির আহ্বায়ক হয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারী। অন্য চার সদস্য হলেন, এনবিআর প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান; এনবিআরের প্রথম সচিব মো. তারেক হাসান; ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান ও  অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া।

বিমানবন্দরের কার্গো ভিলেজে দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে এ কমিটি গঠিত হয়েছে।

এনবিআর বলছে, জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউজের আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে।  

জেডএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।