ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে বাসের ধাক্কায় পথচারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
গুলিস্তানে বাসের ধাক্কায় পথচারী নিহত

ঢাকা: গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) রফিক বাংলানিউজকে জানান, সকালে বাসের ধাক্কায় ওই লোকটি গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরো জানান, নিহত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এজেডএস/এমএফআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।