ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা মানবিক বিপর্যয় শেষ হতেই হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
রোহিঙ্গা মানবিক বিপর্যয় শেষ হতেই হবে স্টেটমেন্ট পাঠ করছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি

ঢাকা: ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেছেন, অচিরেই রোহিঙ্গা মানবিক বিপর্যয় শেষ হতেই হবে। এর জন্য যা যা করণীয় সেক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন দেবে ইন্দোনেশিয়া সরকার।

সফররত পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তবে তিনি একটি স্টেটমেন্ট পড়ে চলে যান।

যাতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এই বিপর্যয় বন্ধের কথা।  

রাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন
রোহিঙ্গা প্রত্যাবাসনে ইন্দোনেশিয়ার সহযোগিতা কামনা
মায়ানমারের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক ছিন্ন

রেতনো মারসুদি বলেন, মায়ানমারের রাখাইন রাজ্যে সরকারের হামলায় যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা সমাপ্ত হওয়া দরকার। এ জন্য সমর্থন পাবে বাংলাদেশ।  

তিনি প্রশংসা করে বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সমবেদনা দেখাচ্ছে এবং সহযোগিতা করছে। সেটিকে ইন্দোনেশিয়া সমর্থন করে। আমরা পাশে আছি, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও জানিয়েছি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
কেজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।