ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইন্দোনেশিয়ার সহযোগিতা কামনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
রোহিঙ্গা প্রত্যাবাসনে ইন্দোনেশিয়ার সহযোগিতা কামনা রোহিঙ্গারা ঢুকছেন বাংলাদেশে

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে ইন্দোনেশিয়ার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠকে এ সহযোগিতা কামনা করেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে নেতৃত্ব দেন।

বৈঠকে সম্প্রতি মায়ানমারের রাখাইন রাজ্যে যে সহিংসতা ঘটছে তা নিয়ে আলোচনা হয়।  

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে মায়ানমারের সঙ্গে আলোচনা সেরেই ঢাকা এসেছেন বেলা ১২টার দিকে।

বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পেয়েছে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যা ৭টায় সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা ছাড়বেন।

মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
কেজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।