bangla news

গোদাগাড়ীতে ফায়ার কর্মী নিহতের ঘটনায় তদন্ত কমিটি

শরীফ সুমন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১১ ৯:৪৭:১৪ এএম
নিহত ফায়ার কর্মী আবদুল মতিন/ফাইল ছবি

নিহত ফায়ার কর্মী আবদুল মতিন/ফাইল ছবি

রাজশাহী: গোদাগাড়ীর বেনীপুর মাছপাড়ার জঙ্গি আস্তানায় অভিযানকালে ফায়ার সার্ভিস কর্মী নিহত হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় রাজশাহী ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ পরিচালক নুরুল ইসলামকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিসের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ডাইরেক্টর মেজর জেনারেল শাকিল নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যে কোনো অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক কর্মী হিসেবে কাজ করে। এজন্য এখানে কোনো ত্রুটি ছিল কি না বা এখানে আসার বিষয়ে তাদের প্রস্তুতির কোনো কমতি ছিল কি না, তা কমিটিকে দেখতে বলা হয়েছে।

এ কমিটির প্রতিবেদন পাওয়ার পর সুপারিশ মতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গিয়ে আবদুল মতিনের মরদেহ দেখে আসেন। তার দাফন কাফনের জন্য তাৎক্ষণিকভাবে বিশ হাজার টাকার অনুদান দেন তিনি।

নিহত আবদুল মতিনের বাগি গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নে।

এদিকে রামেকে মতিনের ময়নাতদন্ত শেষ করে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে বাদ এশা তার জানাজা হবে বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসএস/এসএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2017-05-11 09:47:14