ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ট্রাকচাপায় কিশোরী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, অক্টোবর ৩১, ২০২৪
মানিকগঞ্জে ট্রাকচাপায় কিশোরী নিহত 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় মিথিলা রানী দাস (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহত মিথিলা রানী দাস জেলার শিবালয় উপজেলার নালী এলাকার লিটন কুমার দাসের মেয়ে।

জানা যায়, মিথিলা রানী দাস ও ইতিকা রানী দাস নামে দুই মেয়েকে মোটরসাইকেলে করে বাবা লিটন কুমার দাস ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বাড়ী যাচ্ছিল। মহাসড়কের তরা নামক স্থানে আসলে স্পিডব্রেকার ওভারটেক সময় ঝাঁকুনিতে পড়ে যায় মিথিলা। পড়ে যাওয়ার পর পেছন থেকে আসা ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে মারা যায় মিথিলা এবং গুরুতর আহত হয় ইতিকা রানী দাস।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিথিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে নিহতের বড় বোন ইতিকা রানী দাস। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।