ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হেলপার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, মার্চ ২৮, ২০২৪
চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হেলপার ছবি: প্রতীকী

যশোর: যশোরের চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশের ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে।

শামীম উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ী সুখপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে।

অন্য বাসের চালক রানা ও সুপারভাইজার লাভলু বলেন, যশোর-চৌগাছার লোকাল রুটের ইউএ ট্রাভেলসের একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন শামীম। দুপুরে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে যশোরের দিকে যাওয়া এ এ আফ্রিদি নামে একটি বাসে করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিলেন তিনি।  ফিলিং স্টেশনে পৌঁছে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। এ সময় বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চৌগাছা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক লুৎফুন্নেছা লতা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।