ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় অভিযানে জব্দ ৫০ লাখ মিটার জাল পুড়িয়ে বিনষ্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
মেঘনায় অভিযানে জব্দ ৫০ লাখ মিটার জাল পুড়িয়ে বিনষ্ট

বরিশাল: বরিশালের মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, নৌ পুলিশ, থানা পুলিশের সহযোগীতায় বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রায় ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আর ওইসব জালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, মার্চ  ১৯, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।