ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কারাগারে অসুস্থ ভারতীয় নাগরিকের ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
কারাগারে অসুস্থ ভারতীয় নাগরিকের ঢামেকে মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে নিয়ে আসা এক ভারতীয় মারা গেছেন। তার নাম খোকন দাস, তিনি হাজতী হিসেবে কারাগারে ছিলেন (হাজতী নং-৭৩১৭/২৩)।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার আমিনুর রহমান সোমবার (২৭ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি ফরিদপুর জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় ওই ভারতীয় নাগরিককে। পরে আমাদের তত্ত্বাবধানে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়। আজকে আবার কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক বেলা ৩টার দিকে  তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম অচিন দাস। কলকাতার নন্দীগ্রামের (হলুদিয়া বাস স্ট্যান্ড) বাসিন্দা ছিলেন তিনি।

জাজিরা থানার একটি মামলায় (মামলা নং-০২(০৩)২২, ধারা-১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট এর-৪) তিনি কারাগারে বন্দি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।