ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

নেত্রকোনা: কৃষক সেজে মো. মাসুদ মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার মদন থানার পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার চানগাও ইউনিয়নের শাহপুর গ্রামের সামনের হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাসুদ মিয়া শাহপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, মাসুদ মিয়ার বিরুদ্ধে ২০২১ সালের জুন মাসে মাদক মামলা হয়। ওই মামলায় আদালত তাকে ৬ মাসের সাজা দেন। সাজা হওয়ার পর থেকেই মাসুদ মিয়া হাওরের মধ্যে বসবাস শুরু করেন। পরে আদালত ২০২২ সালের ১৯ ডিসেম্বর মাসুদ মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  

গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ফরাজী শনিবার সকালে কৃষক সেজে ওই হাওরে কাজে যান। কিছুক্ষণ কৃষি কাজ করার পর মাসুদ মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতার মাসুদ মিয়াকে দুপুরে নেত্রকোনার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামি মাসুদ মিয়া হাওরে বসবাস করছে খবর পেয়ে পুলিশ কৃষক সেজে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে। তাকে হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।