ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

চাকসুতে নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, অক্টোবর ১৫, ২০২৫
চাকসুতে নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন চাকসু নির্বাচন শেষে চলছে ভোট গণনা। নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়ন।

ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন শেষে চলছে ভোট গণনা। নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চাকসু নির্বাচন শেষে ভোট গণনা চলছে; এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর)  সকাল সাড়ে ৯টায় শুরু হয় ভোটগ্রহণ।

শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। দিনভর বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। যদিও ভোট সার্বিকভাবে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠু হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বাংলানিউজকে জানান, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। সব মিলিয়ে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে।  

এদিকে, ভোটগণনা শেষ করে বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ভোটের ফলাফল ঘোষণা হবে।  

এর আগে সকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান ভোট গণনা সম্পূর্ণ শেষ করে ফলাফল প্রকাশ করতে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন।

এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।