সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের একটি মন্দির থেকে চুরি যাওয়ার দুই ঘণ্টার মধ্যেই চোরকে আটক করেছে সদর থানা পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া পিতলের প্রদীপও।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে শহরের ২নং খলিপা পট্টি ও মাড়োয়ারি পট্টি দুর্গামাতা মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৪টার দিকে থানায় মামলা হয়। মামলার পর সন্ধ্যা ৬টার দিকে মো. খোকন (৩৮) নামে এক চোরকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে, মোহাম্মদ নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খোকন পুরাতন ভাঙ্গাবাড়ি মসজিদপাড়া এলাকার মোহাম্মদ আখতারের ছেলে ও মোহাম্মদ নজরুল ইসলাম নবদ্বীপ পুল এলাকার বাসিন্দা এবং ভাঙ্গারি দোকান নিপা এন্টারপ্রাইজের মালিক।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ এসব তথ্য নিশ্চিত করে জানান, বেলা ১১টা ৫০ মিনিটে ২নং খলিপা পট্টি ও মাড়োয়ারি পট্টি দুর্গামাতা মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনা মন্দির কমিটির সভাপতি অরুণ কুমার সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন।
মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে চোর খোকনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। খোকনকে জিজ্ঞাসাবাদে সে চুরির দায় স্বীকার করে এবং নিপা এন্টারপ্রাইজ নামে ভাঙ্গারি দোকানে বিক্রি করেছে বলে জানায়। তার দেওয়া তথ্য মোতাবেক নিপা এন্টারপ্রাইজ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং এর মালিক মোহাম্মদ নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
জেএইচ