ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, অক্টোবর ৩, ২০২৫
লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় ৩ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ

লক্ষ্মীপুরের রামগতিতে এক জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে রামগতি মাছঘাটে নিলামে মাছটি সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী অজি উল্যাহ ব্যাপারী।

জানা যায়, রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝি ১০ জন সঙ্গী নিয়ে তিন দিন আগে সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনা হলে ডাকে (নিলামে) সর্বোচ্চ দামে কিনে নেন ওই স্থানীয় মৎস্য ব্যবসায়ী।

আড়তদার হেলাল ব্যাপারী বলেন, জেলে মফিজ মাঝি আমার আড়তে অনেকগুলো মাছসহ এই বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে মাছটির দাম ১০ হাজার টাকা ওঠে। এত বেশি দামে ইলিশ বিক্রি আমাদের ঘাটে এই প্রথম। এতো বড় আকারের ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না।

ব্যবসায়ী অজি উল্যাহ ব্যাপারী বলেন, ৩ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি ১০ হাজার টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। সেখানে পাঠানো হবে। আশা করছি, অন্তত ১৪ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।