ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের তানভীর আহমেদ নামে অষ্টম শ্রেণির এক ছাত্র মারা গেছে।
তানভীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
জানা গেছে, ইলাস্টিক ব্যবসায়ী রুবেল মিয়া পরিবার নিয়ে গত ১০ বছর ধরে উত্তরায় ভাড়া বাসায় থেকে ব্যবসা করেন। তার দুই ছেলে রয়েছে। সে সুবাদে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বড় ছেলে তানভীর আহমেদকে অষ্টম শ্রেণিতে আর ছোট ছেলে তাসরিফ আহমেদকে তৃতীয় শ্রেণিতে ভর্তি করেন। প্রতিদিন দুপুর ১২টায় স্কুল ছুটি হলেও অনেকেই বিদ্যালয়ে কোচিং ক্লাস করে। সোমবার স্কুল ছুটি হলে তাসরিফ আহমেদ অভিভাবকের সঙ্গে বাড়ি ফিরে যায়। কোচিং ক্লাস করার জন্য তানভীরসহ অনেকেই বিদ্যালয়ে থেকে যায়।
দুপুরে হঠাৎ করে স্কুলের একটি ভবনে বিমান বিধ্বস্ত হয়। এতে তানভীরসহ অনেকেই হতাহত হয়। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে গিয়ে তাদের সন্তানদের খুঁজে পেতে ছোটাছুটি করতে থাকেন।
তানভীর আহমেদের চাচাতো নানা আব্দুস সালাম বলেন, দুই নাতি তানভীর ও তাসরিফ একই স্কুলের অষ্টম ও তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। তাসরিফ বাড়ি গেলেও তানভীর মারা গেছে।
আইনজীবীর সহকারী মো. আরিফ মোল্লা বলেন, তানভীরের বাবা রুবেল আমার বাল্যবন্ধু। ১০ বছর আগে পরিবার নিয়ে ঢাকায় গিয়ে ব্যবসা শুরু করেন।
নিহত তানভীরের চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, তানভীরের লাশ জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে রয়েছে।
আরএ