ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নিজেদের ঘরে বোমা বিস্ফোরণে বোনের মৃত্যু, ভাই আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, মে ১৯, ২০২৫
নিজেদের ঘরে বোমা বিস্ফোরণে বোনের মৃত্যু, ভাই আহত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী

যশোর: যশোরে নিজেদের ঘরের ভেতরে বোমা বিস্ফোরণে খাদিজা (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে তার ভাই সজীব (৭)।

 

সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশে নূর-উন-নবীর বস্তিতে এ ঘটনা ঘটে।

বোমায় হতাহত দুই শিশুর বাবার নাম শহিদুল গাজী ও মায়ের নাম সুমি বেগম। শহিদুল গাজী আত্মহত্যা করলে ছোটভাই শাহাদত গাজী তার স্ত্রীকে বিয়ে করেন।

আহতদের দাদি মনোয়ারা বেগম জানান, সকালে ঘরের পাশে উঠানে বসে তিনি ও তার বৌমা সকালের খাবার খাচ্ছিলেন। ওই সময় ঘরের ভেতর থেকে হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখেন সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।
তারা ঘরের ভেতরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় সজীব ও খাদিজা মেঝেতে লুটিয়ে পড়ে ছটফট করছে। এরপর তারা শিশু দুটিকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, বোমায় খাদিজার হাত, বুক এবং সজীবের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

স্থানীয় একটি সূত্র জানায়, শিশুরা যে কক্ষে থাকে, তার পাশেই থাকেন চিহ্নিত সন্ত্রাসী মুসা ওরফে সাগরের মা। শাহাদতের ঘরে বসে বোমা তৈরি করেন মুসা। সম্ভবত তার বানানো বোমা বিস্ফোরণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

তিনি বলেন, বিস্ফোরিত বোমার ধরন বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে। বোমার ধরন জেনে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।