ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে প্রকৃতি মেলা উপলক্ষে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, জানুয়ারি ৮, ২০১৬
খাগড়াছড়িতে প্রকৃতি মেলা উপলক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রকৃতি মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(০৮ জানুয়ারি) সকালে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা।

এসময় সেখানে বক্তব্য রাখেন- জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী মংসাথোয়াই চৌধুরী ও অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও চ্যানেল আই’র খাগড়াছড়ি প্রতিনিধি দীলিপ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।