ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দেখা হলো না সন্তানের মুখ, শহীদ ফায়ার ফাইটার হুদার ঘরে নতুন অতিথি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, অক্টোবর ৬, ২০২৫
দেখা হলো না সন্তানের মুখ, শহীদ ফায়ার ফাইটার হুদার ঘরে নতুন অতিথি ফায়ার ফাইটার মো. নুরুল হুদার নবজাতক কোলে তার সহকর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে প্রাণ হারানো ফায়ার ফাইটার মো. নুরুল হুদার পরিবারে এসেছে নতুন অতিথি। বাবার মৃত্যুর ১২ দিন পর আজ সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নিয়েছে তার পুত্র সন্তান।

 

এমন আনন্দক্ষণে তার স্বজনদের আবেগ যেন বাঁধ ভেঙেছে। নতুন প্রাণের আগমন সবাইকে আনন্দে ভাসালেও তারা ভুলতে পারছেন না হুদার স্মৃতি। বলছেন, সন্তান পৃথিবীর আলো দেখলেও দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা বাবা দেখে যেতে পারলেন না তার নতুন উত্তরাধিকারীকে।  

গত ২২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে। ২৪ সেপ্টেম্বর বিকেলে মৃত্যুবরণ করেন এই অগ্নিযোদ্ধা।

নূরুল হুদা ১৯৮৭ সালের ২১ জুলাই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ারফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন। নতুন সদ্যোজাত পুত্র সন্তান ছাড়াও ফায়ার ফাইটার নুরুল হুদার ১০ বছরের একটি কন্যা ও তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

ওই দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের আরও দুই সদস্য দগ্ধ হয়ে চিকিৎসাধীন মারা যান।

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।