সাভারের টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২০ মিনিটে পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামে কারখানার আগুন লাগার তথ্য পেয়ে ১২টা ৪০ মিনিটের মধ্যে পৌঁছায় ইউনিট কর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণের সময় আরও ৮ ইউনিট যোগ দেয়। বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জোন-৪’র উপ-পরিচালক আলাউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নির্বাপণ হয় বিকেল ৪টা ৭ মিনিটে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
এমজে