ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

কার্ড জটিলতায় ফাহমিদুল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, অক্টোবর ১৫, ২০২৫
কার্ড জটিলতায় ফাহমিদুল ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, আর এই চার ম্যাচেই দেখা গেছে নয়টি হলুদ কার্ড। গড় হিসেবে প্রতি ম্যাচে দুইয়ের বেশি সতর্কবার্তা পেয়েছে দল।

তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ফাহমিদুল ইসলামকে ঘিরে। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না এই ডিফেন্ডার।

ইতালি প্রবাসী ফাহমিদুল বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচেই, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে, দেখেছিলেন প্রথম হলুদ কার্ড। এরপর মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আরেকটি কার্ড দেখায় তিনি সরাসরি নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এএফসি’র নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় দুইটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।

ফলে আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম ম্যাচে বাংলাদেশ দলে থাকছেন না ফাহমিদুল ইসলাম। ওই ম্যাচের আগে ফেডারেশন অক্টোবরের শেষ সপ্তাহে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে, নিষেধাজ্ঞার কারণে সেই দলে থাকবেন না ফাহমিদুল।

বাংলাদেশ দলের কার্ডপ্রাপ্ত ফুটবলারের তালিকা বেশ লম্বা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন হৃদয় ও মজিবুর রহমান জনি। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে শাকিল আহাদ তপু, তপু বর্মণ, ফাহিম ও ফাহমিদুল সতর্কবার্তা পান। এরপর গত ৯ অক্টোবর ঢাকায় রাকিব হোসেন কার্ড দেখেন। সর্বশেষ হংকং ম্যাচে ফাহমিদুল ও তারিক পান হলুদ কার্ড।

অর্থাৎ ভারতের বিপক্ষে হোম ম্যাচে এই কার্ডধারীদের কেউ আবার সতর্কবার্তা পেলে, ৩০ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে তাদের খেলা সম্ভব হবে না।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।