ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রোনালদোর বিশ্বরেকর্ড, তবুও শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, অক্টোবর ১৫, ২০২৫
রোনালদোর বিশ্বরেকর্ড, তবুও শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদো/সংগৃহীত ছবি

ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন, কিন্তু তার দল পর্তুগাল হাঙ্গেরির সঙ্গে ড্র করে ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া করলো।

৪০ বছর বয়সী রোনালদো এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে মোট ৪১টি গোল করার কৃতিত্ব অর্জন করেন।

এর মাধ্যমে তিনি গুয়াতেমালার সাবেক স্ট্রাইকার কার্লোস রুইজের ৩৯ গোলের রেকর্ড ছাড়িয়ে গেলেন এবং বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন।

ইংল্যান্ড গ্রুপ 'কে' থেকে লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করার পর পর্তুগালও জয়ের দ্বারপ্রান্তে ছিল। কিন্তু ম্যাচের ৯১ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ডমিনিক সোবোসজলাইয়ের গোলে সমতায় ফেরে হাঙ্গেরি, যা পর্তুগালের জয়ের স্বপ্ন ভেঙে দেয়।  

যদিও এই ড্রয়ের পরও গ্রুপ 'এফ'-এর শীর্ষে থাকা পর্তুগাল দুই ম্যাচ বাকি থাকতে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে। আগামী ১৩ নভেম্বর ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেই ফের যোগ্যতা অর্জনের সুযোগ পাবে তারা।

লিসবনে অনুষ্ঠিত এই ম্যাচে হাঙ্গেরি মাত্র ৮ মিনিটেই লিড নেয়। সোবোসজলাইয়ের পাস থেকে গোল করেন সালাই। তবে ২২ মিনিটে নেলসন সেমেদোর একটি নিচু ক্রস থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে নুনো মেন্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো, যা ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ৯৪৮তম এবং পর্তুগালের জার্সিতে ১৪৩তম আন্তর্জাতিক গোল। কিন্তু শেষ মুহূর্তের গোল হাঙ্গেরিকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেয় এবং গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে টিকিয়ে রাখে।

রোনালদোর ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি পর্তুগালকে ২০১৬ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং দুইবার উয়েফা নেশনস লিগ জিতিয়েছেন। তবে বিশ্বকাপে তার সেরা সাফল্য এসেছিল ২০০৬ সালে, যখন পর্তুগাল সেমিফাইনালে পৌঁছেছিল।

এই ড্রয়ের ফলে হাঙ্গেরি গ্রুপ 'এফ'-এ দ্বিতীয় স্থানে রয়েছে এবং তারা তৃতীয় স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে এক পয়েন্টে এগিয়ে আছে। দিনের অন্য ম্যাচে আয়ারল্যান্ড আর্মেনিয়াকে ১-০ গোলে পরাজিত করে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।