ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

আর্জেন্টাইন মিডফিল্ডারকে কিনে নিল সাউথ্যাম্পটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, জানুয়ারি ১০, ২০২৩
আর্জেন্টাইন মিডফিল্ডারকে কিনে নিল সাউথ্যাম্পটন

ইংলিশ প্রিমিয়ার লিগের দল সাউথ্যাম্পটনে যোগ দিলেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার কার্লোস আলকারাস। প্রায় ১ কোটি ৩৫ লাখ ইউরোর বিনিময়ে রেসিং ক্লাব থেকে তাকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি।

 

আজ এক বিবৃতিতে আলকারাসকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে সাউথ্যাম্পটন। জানুয়ারির দলবদল মৌসুমে এটি তাদের দ্বিতীয় সাইনিং। এর আগে ক্রোয়েশিয়া ফরোয়ার্ড মিসলাভ অরসিচকে দলে ভেড়ায় তারা।

আলকারাসের পেশাদার ফুটবলে অভিষেক হয় ২০২০ সালে। এখন পর্যন্ত ৮৩ ম্যাচ খেলে আর্জেন্টাইন এই মিডফিল্ডার নামের পাশে যোগ করেছেন ১২টি গোল। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৬টি।

প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সাউথ্যাম্পটন। ১৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার শেষে অবস্থান ক্লাবটির।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।