চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় শতভাগ পাস ও একজনও উত্তীর্ণ হননি এমন প্রতিষ্ঠানের দিক দিয়ে এগিয়ে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডের অধীনে ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পরীক্ষায় পাস করেননি।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র দেখা যায়।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর ৭২৫টি কেন্দ্রে মাদরাসা শিক্ষা বোর্ডের ৯ হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পরীক্ষায় পাস করতে পারেননি।
আবার শতভাগ পাসের দিকেও এগিয়ে রয়েছে এ শিক্ষাবোর্ড। এই শিক্ষা বোর্ডের অধীনে ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
অন্যদিকে ২ হাজার ২৯০টি কেন্দ্রে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ১৮ হাজার ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করেছেন ৩৬৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একজনও পাস করেননি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৮টি।
কারিগরি শিক্ষাবোর্ডে শতভাগ ফেল করা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তবে এই বোর্ডে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২২৮টি।
উল্লেখ্য, চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর ফলাফলে পাসের গড় হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
এসসি/এমজে