ঢাকা, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ভিকারুননিসায় শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, জুলাই ১০, ২০২৫
ভিকারুননিসায় শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছবি: ডিএইচ বাদল

বৃষ্টিমাখা এক সকাল, সঙ্গে উত্তেজনা আর অপেক্ষা— দুপুর ২টার ফলাফল ঘোষণার পর রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রীতিমতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এসএসসির ফল হাতে পেয়েই কেউ হেসে, কেউ কেঁদে, কেউবা ঢাক-ঢোল বাজিয়ে উদযাপন করে নিজের সাফল্য।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সরেজমিনে ভিকারুননিসা ক্যাম্পাসে দেখা যায়, শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে ক্যাম্পাসে এসে ফলাফল জানার পর আবেগে আপ্লুত হয়ে পড়ছে। কেউ একে অপরকে জড়িয়ে ধরছে, কেউ মোবাইলে পরিবারের সঙ্গে শেয়ার করছে আনন্দের খবর।

নাদিয়া ইসলাম নামে একজন শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেন। কান্নাভেজা কণ্ঠে বলেন, মা, আমি পেরেছি!

নাদিয়ার মা বলেন, আমার বিশ্বাস ছিল ও গোল্ডেন এ প্লাস পাবে। কারণ ও অনেক পরিশ্রম করেছে, কোনোদিন ঘুম-খাওয়া ঠিক ছিল না। লেখাপড়ার জন্য কখনো চাপ দিতে হয়নি। ফলাফলের আগের রাতে আমরা দুজনই তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন।

বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী মালিহা আক্তার বলেন, পরীক্ষা ভালো হয়েছিল, তবে ভয় কাজ করছিল। আল্লাহর ওপর ভরসা ছিল। বাবা-মার দোয়া আর নিজের পরিশ্রমে গোল্ডেন এ প্লাস পেয়েছি। অনুভূতিটা ভাষায় বোঝানো যাবে না। আগামীতে আরও ভালো করার জন্য সবার দোয়া চাই।

এবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ অর্জনের হার ৬৪ দশমিক ৩৪ শতাংশ। এ বছর মোট ১,৩২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এই অভাবনীয় সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং কলেজ কর্তৃপক্ষ— সবাই আনন্দিত। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, এই ফলাফল তাদের গর্বিত করেছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের নিবেদনই এই অর্জনের মূল চাবিকাঠি।

ডিএইচবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।