ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

শিক্ষা

এসএসসি-২০২৫: রেসিডেনসিয়াল মডেল কলেজের সাফল্য 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জুলাই ১০, ২০২৫
এসএসসি-২০২৫: রেসিডেনসিয়াল মডেল কলেজের সাফল্য  রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ঢাকা: ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ডিআরএমসি) বরাবরের মতোই রেখেছে সাফল্যের ধারাবাহিকতা। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেয় ৫৬৩ জন শিক্ষার্থী।

এর মধ্যে পাস করেছে ৫৬২ জন। পাসের হার ৯৯.৮২ শতাংশ।

প্রতিষ্ঠানটির ৪২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর ৭৪.৭৮ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) কলেজ কর্তৃপক্ষ জানায়, এ সাফল্যের পেছনে রয়েছে বোর্ড অব গভর্নরসের দিকনির্দেশনা ও অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফারুক, পিএসসির নেতৃত্ব। শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নে চালু করা হয় ‘গ্রুপটিচার ব্যবস্থা’, যেখানে নির্দিষ্ট শিক্ষক শিক্ষার্থীদের পড়ালেখা, অগ্রগতি ও সমস্যা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করেন।

নিয়মিত শ্রেণিপাঠের পাশাপাশি পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস, সময়মতো মূল্যায়ন ও অভিভাবকদের সম্পৃক্ততাও এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান কলেজের জনসংযোগ কর্মকর্তা মুহা. আমীমুল ইহসান।

তিনি বলেন, শিক্ষকদের প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিষ্ঠা-এই তিনের সমন্বয়েই এসএসসি-২০২৫-এ রেসিডেনসিয়াল মডেল কলেজ এ অর্জন করতে পেরেছে।  

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।