ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একই জেলার লোক পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
একই জেলার লোক পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ২ ছিনতাইকারী পিংকী আক্তার (২০) ও আঁখি আক্তার (২০)।

চট্টগ্রাম: একই জেলার লোক পরিচয় দিয়ে দুই নারী ভাব জমায় এক যাত্রীর সঙ্গে। পরে বিপদে পড়েছে জানিয়ে বাসায় পৌঁছে দেওয়ার অনুরোধ করে। সেই অনুরোধে সাড়া দিয়ে সিএনজি অটোরিকশা নিয়ে বাসায় তাদের পৌঁছে দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন চুন্নু মিয়া (৩২) নামে এক যাত্রী। 

রোববার (১৯ আগস্ট) দিবাগত রাতে নগরের জুবলি রোডে এ ঘটনা ঘটে। ছিনতাই করে পালানোর সময় চুন্নু মিয়ার চিৎকারে জনতার হাতে আটক হন দুই নারী ছিনতাইকারী পিংকী আক্তার (২০) ও আঁখি আক্তার (২০)।

পরে তাদের কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, 'একই জেলার লোক পরিচয় দিয়ে দুই নারী ছিনতাইকারী চুন্নু মিয়ার সঙ্গে ভাব জমায়।

পরে তারা বিপদে পড়েছে জানিয়ে চুন্নু মিয়াকে তাদের বাসায় পৌঁছে দেওয়ার অনুরোধ করে। সিএনজি অটোরিকশা করে তাদের বাসায় পৌঁছে দেওয়ার সময় ছুরি ধরে টাকা ছিনিয়ে নেয় চুন্নু মিয়ার কাছ থেকে। পরে তার চিৎকারে স্থানীয়দের হাতে আটক হন দুই ছিনতাইকারী। '

তিনি বলেন, 'পু্লিশ ঘটনাস্থলে গিয়ে পিংকী আক্তার ও আখি আক্তারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে ১টি ছুরি উদ্ধার করা হয়। '

মোহাম্মদ মহসীন বলেন, 'ঈদে ছিনতাইকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। যাত্রীদের অনুরোধ করবো তারা যেন অপরিচিত কারো সঙ্গে স্টেশন বা বাস কাউন্টারে কথা না বলেন। অপরিচিত কারো দেওয়া কোনো খাবার যাতে না খান। '

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।