ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিউমার্কেট ফুটপাতের শতাধিক ‘টং দোকান’ উচ্ছেদ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
নিউমার্কেট ফুটপাতের শতাধিক ‘টং দোকান’ উচ্ছেদ  ...

চট্টগ্রাম: নগরের স্টেশন রোডের ফলমণ্ডি থেকে নিউমার্কেট মোড়সহ জুবিলি রোডের মুখ পর্যন্ত নালা ও ফুটপাতের ওপর গড়ে তোলা শতাধিক টং দোকান উচ্ছেদ করা হয়েছে।  

রোববার (২৮ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, শাহরীন ফেরদৌসী, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযানে নেতৃত্ব দেন।

 

এ সময় শতাধিক অবৈধ টং দোকানের মালামাল জব্দসহ স্থাপনার সরঞ্জামাদি ভেঙে দেওয়া হয়।  

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিম সহায়তা করে।

 

চসিক সূত্র জানায়, জনস্বার্থে সড়ক, ফুটপাত ও নালার ওপর গড়ে তোলা টং দোকান, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।