ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদোত্তীর্ণ পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, মে ২১, ২০২৫
মেয়াদোত্তীর্ণ পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  ...

চট্টগ্রাম: চন্দনাইশে মেয়াদোত্তীর্ণ পশুখাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২১ মে) বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, বিসমিল্লাহ পোল্ট্রি ফিড সেন্টারকে ২০ হাজার টাকা ও হযরত জোহাদিয়া পোল্ট্রি ফিড আ্যন্ড ফিস ফিড সেন্টারকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ডিপ্লোমেসি চাকমা বলেন, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারের সব পশু খাদ্যের দোকানের মালিককে লাইসেন্স করতে হবে। লাইসেন্স না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফয়সাল, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হকসহ থানার পুলিশ সদস্যরা।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।