চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২২ মে)। এবছর মোট ৮টি পদের বিপরীতে লড়বেন ১৫ জন প্রার্থী।
এর আগে ১৮ মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০ মে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
নির্বাচনে ৮ পদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. জানে আলম এবং দৈনিক ইনকিলাবের মো. আকিজ মাহমুদ, সহ-সভাপতি পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. সুমন ইসলাম এবং দৈনিক ভোরের কাগজের অনিন্দিতা সরকার প্রথা, সাধারণ সম্পাদক পদে একাত্তর টিভির প্রতিনিধি মাহফুজ শুভ্র ও ঢাকা মেইলের রেদওয়ান আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সি-ভয়েসের প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক।
এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক পদে দেশ রূপান্তরের প্রতিনিধি আজিম সাগর এবং দ্য ডেইলি সানের সোহেল রানা। অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুহাম্মদ মুনতাজ আলী এবং দৈনিক সবুজ বাংলার মো. শামীম হোসাইন। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক কালবেলার মো. জাহিদুল হক এবং ডিবিসি নিউজের মো. রাব্বি হোসেন, নির্বাহী সদস্য পদে দৈনিক আমার দেশের প্রতিনিধি মো. আতিকুর রহমান এবং সময়ের আলোর প্রতিনিধি মহসিন।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন ভোট গণনা শেষে দুপুর ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এমএ/টিসি