ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএসটিআইয়ের ওয়ান স্টপ সার্ভিস চাই: এসএম নাজের 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, মে ২১, ২০২৫
বিএসটিআইয়ের ওয়ান স্টপ সার্ভিস চাই: এসএম নাজের  ...

চট্টগ্রাম: পাঁচই আগস্টের পর অনিয়মকারীরা দেশ ছেড়ে পালিয়েছে উল্লেখ করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেছেন, আমরা অনেক আগে থেকে সোচ্চার ছিলাম। হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

দেশের বারোটা বাজিয়ে দিয়েছে। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় পরিস্থিতি সামাল দিতে পেরেছে অন্তর্বর্তী সরকার।

উদ্যোক্তা, স্টেকহোল্ডার, রেগুলেটর বডি, শ্রমিক-কর্মচারী, ভোক্তা সবাই মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে। মান ও ওজন ঠিক রাখতে হবে। বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ ক্যালিব্রেশন ভ্যান নিয়ে ঘুরলে সচেতনতা বাড়বে। পানিসহ ১৯টি পরীক্ষা চট্টগ্রামে হবে। আমরা আশা করতে চাই ওয়ান স্টপ সার্ভিস। তাহলে ভোগান্তি কমবে। সাময়িক ছাড়পত্রের পণ্য ফেল করলে বাজারজাত করা পণ্যের কী হবে। আমরা কোয়ালিটি সার্ভিস চাই। সদিচ্ছা থাকলে অনেক সীমাবদ্ধতার মধ্যেও ভালো কাজ করা যায়। ১৯৯৭ সাল থেকে বিএসটিআইর সঙ্গে সচেতনতামূলক কাজে আছি। আমরা চাই সেবা উন্নত হোক। ভোক্তারা উপকৃত হোক। ব্যবসার পরিবেশের উন্নয়ন হলে ব্যবসায়ী ও ভোক্তা উভয়ে উপকৃত হবে।  

বিশ্ব মেট্রোলজি দিবসে মঙ্গলবার (২০ মে) বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয় ‘Measurement for all times, for all people' যার অর্থ 'সর্বকালেই পরিমাপ সকলের জন্য'। পরিমাপের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করে একটি সমতা ও টেকসই উন্নয়নমুখী বিশ্ব গঠন করা এ দিবস উদযাপনের মূল লক্ষ্য।  

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, ওজন ও পরিমাপ নিয়ে সমস্যা শুধু বাংলাদেশের নয়, বরং এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এ সমস্যা আরও প্রকট। দেশের বিভিন্ন অঞ্চলে মেট্রিক পদ্ধতি ছাড়া ভিন্ন ভিন্ন এককে ওজন পরিমাপ করায় পণ্য বেচাকেনায় শুধু বিভ্রান্তিরই সৃষ্টি হয় না বরং প্রতারণারও সুযোগ তৈরি হয়। বাংলাদেশে একজন সৎ ব্যবসায়ীকেই বরং সমস্যায় পড়তে হয়, কারণ অসৎ পথে যারা চলে তারা নিয়ম ভাঙার সুযোগ সুবিধা নিয়ে ফেলে। তাই ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে আমাদের সচেতন হতে হবে — শুধু ব্যবসায়ী বা উৎপাদক নয়, ভোক্তারাও এর বাইরে নন।

এক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির সক্রিয়তা ও কার্যক্রমের ফলে দেশে ওজন ও পরিমাপ সংক্রান্ত অনেক সমস্যারই সমাধান সম্ভব হয়েছে। তবে শুধু বিএসটিআই-এর প্রচেষ্টাই যথেষ্ট নয়, আমাদের প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল মনোভাবও জরুরি।  

তিনি সবাইকে নিজের জায়গা থেকে অন্যকে ওজনে কম না দেওয়ার এবং অন্যের কাছ থেকে পণ্য সঠিক পরিমাণে বুঝে নেওয়ার আহবান জানান। এই মানসিকতা যদি সবাই গ্রহণ করে, তাহলে স্বচ্ছতা ও ন্যায্যতার একটি সংস্কৃতি গড়ে তোলা সম্ভব হবে।  

সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।  

সভাপতির বক্তব্যে বিএসটিআই চট্টগ্রাম অফিস প্রধান ও উপপরিচালক প্রকৌশলী মো. গোলাম রাব্বানী বলেন, এবারের প্রতিপাদ্যটি পরিমাপের নির্ভুলতা নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিএসটিআই ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮’ অনুযায়ী মেট্রিক পদ্ধতি বাস্তবায়ন, ওজন ও পরিমাপ যন্ত্রপাতির ভেরিফিকেশন/ক্যালিব্রেশন এবং মোড়কজাত পণ্যের সঠিক ওজন নিশ্চিতকরণসহ বিভিন্ন দায়িত্ব পালন করছে। শিল্পায়ন ও রপ্তানি খাতের প্রবৃদ্ধির জন্য বিএসটিআই চট্টগ্রাম অফিস সম্প্রসারণ, আধুনিকীকরণ ও নতুন ল্যাব স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা আন্তর্জাতিক মানের পরীক্ষণ ও ক্যালিব্রেশন সেবা নিশ্চিত করছে। চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে অনলাইনভিত্তিক কিউআর কোড, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সবার সহযোগিতার মাধ্যমে বিএসটিআই দেশের উন্নয়নে অবদান রাখতে সচেষ্ট।

মুক্ত আলোচনা পর্বে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ্, ইউনিলিভারের প্রতিনিধি মো. রিফাত মাহমুদ, চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল আব্দুল্লাহ, সুভাষ প্রিয় চাকমা, নজরুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, মো. জুনায়েদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

বিএসটিআইর উপ-পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লুৎফর রহমান মুক্ত আলোচনায় উপস্থাপিত বিভিন্ন প্রসঙ্গের যুক্তি খণ্ডন করেন।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।