ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

রুটের রেকর্ডের দিনে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয় 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, ডিসেম্বর ২৬, ২০২১
রুটের রেকর্ডের দিনে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয় 

এক বছরে সবচেয়ে বেশি রানের তালিকায় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে ছাড়িয়ে গেছেন জো রুট। কিন্তু অধিনায়কের এমন রেকর্ড গড়া দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়লো ইংল্যান্ড।

প্রথম দিনে মাত্র ১৮৫ রানে শেষ হলো ইংলিশদের প্রথম ইনিংস।

বক্সিং ডে টেস্টের প্রথম দিনের দুই সেশনেই অল-আউট হয়ে সফরকারী ইংল্যান্ড! বল হাতে আগুন ঝরিয়েছেন অজি পেসার প্যাট কামিন্স আর নাথা লায়নের ঘূর্ণির মায়াজাল বিছিয়েছে বিদায় করেছেন ইংলিশ ব্যাটাররা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই ইংল্যান্ডের উইকেট পতন শুরু হয়। আবারও ব্যর্থ হয়েছেন ওপেনার হাসিব হামিদ। প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন 'ডাক' মেরে। আরেক ব্যর্থ ওপেনার ররি বার্নসের জায়গায় সুযোগ পাওয়া জ্যাক ক্রাউলিও নিজেকে প্রমাণ করতে পারেননি। দলীয় ১৩ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে ২৫ বলে ১২ করে প্যাট কামিন্সের দ্বিতীয় শিকার হয়েছেন। ইংলিশদের দুর্গে তৃতীয় আঘাতটাও হেনেছেন কামিন্স। তার বলে ডেভিড ওয়ার্নারের তালুবন্দি হয়েছেন ডেভিড মালান (১৪)। ৬১ রানে ৩ উইকেটের পতন।

উইকেট পতনের মাঝে একপ্রান্ত আগলে বেশ কিছু সময় লড়াই করেছেন রুট। তার ৮২ বলে ৪ বাউন্ডারিতে ৫০ রানের ইনিংসটি থামে মিচেল স্টার্কের বলে কিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসবন্দি হয়ে। এই ইনিংস খেলার পথে স্মিথকে ছাড়িয়ে যান রুট। চলতি বছর টেস্ট ১৬৮০ রান হলো তার। অধিনায়ক হিসেবে এক বছরে এর চেয়ে বেশি রান নেই আর কারো। ২০০৮ সালে ১৬৫৬ রান করা স্মিথ এতদিন ছিলেন তালিকার শীর্ষে। ইংলিশদের দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেছেন জনি বেয়ারস্টো।  

অজি বোলারদের মধ্যে ১৫ ওভারে ২ মেডেনসহ ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। স্টার্ক নিয়েছেন ৫৪ রানে ২টি। স্পিন বিভাগে নাথান লায়ন ১৪.১ ওভারে ৩৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

এদিকে জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ৫৭ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। ইংলিশদের চেয়ে এখনও ১২৮ রানে পিছিয়ে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।