বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রার্থীদের উপস্থিতি কম এবং পোস্টাল ভোট বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ও পরিচালক পদপ্রার্থী দেবব্রত পাল। তিনি মনে করেন, প্রার্থীদের প্রত্যাহার এবং খেলোয়াড়দের সীমিত অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
দেবব্রত বলেন, ‘ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি উপস্থিতি অনেক কম, আর পোস্টাল ভোটের সংখ্যা বেশি। অনেক প্রার্থীই বিভিন্ন কারণে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একজন প্রার্থী হিসেবে এটা আমার জন্য বেদনাদায়ক। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি মনে করি, ক্রিকেট মাঠে যেমন শেষ পর্যন্ত লড়ে যেতাম, এখানেও তেমনভাবে মাঠে রয়েছি। ’
তিনি আরও যোগ করেন, ‘নির্বাচনে সততার মানে হলো শেষ পর্যন্ত থাকা। এখানে তিনটি ক্যাটেগরিতে পনেরো জন সাবেক খেলোয়াড় রয়েছেন, কিন্তু তাদের উপস্থিতি আরও বেশি হওয়া উচিত ছিল। নারী খেলোয়াড়দের উপস্থিতিও এই প্রক্রিয়াকে আরও মর্যাদাপূর্ণ করত। ’
দেবব্রত মনে করেন, প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে বোর্ডের আরও সতর্ক হওয়া উচিত ছিল। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি যখন প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে খেলতাম, তখনও দেখেছি অনেক জায়গায় খেলোয়াড়দের অংশগ্রহণ কম। এবারও একই চিত্র দেখছি। ’
বর্তমান নির্বাচনী পরিবেশ সম্পর্কে দেবব্রত বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। তবে দুই-একটি ক্যাটেগরিতে প্রার্থীদের সরে দাঁড়ানোয় গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। নির্বাচনের ফলাফল আমরা শেষ পর্যন্ত বাইরে থেকেই দেখব। ’
তার মতে, বিসিবি নির্বাচনে প্রার্থীদের স্বচ্ছতা, অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখাই ক্রিকেট প্রশাসনের বিশ্বাসযোগ্যতার মূল পরীক্ষা।
এফবি/আরইউ