ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

প্রথম ওডিআইতে বিশ্রামে হ্যাজেলউড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৬, জানুয়ারি ৮, ২০১৭
প্রথম ওডিআইতে বিশ্রামে হ্যাজেলউড অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জস হ্যাজেলউড/ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বিশ্রামে রাখা হচ্ছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জস হ্যাজেলউডকে। বিশ্রাম দিতেই আগামী শুক্রবার ব্রিসবেনের ম্যাচে ডানহাতি এ বোলারকে মাঠের বাইরে রাখছেন কোচ ড্যারেন লেহমান।

২৬ বছর বয়সী হ্যাজেলউড ও মিচেল স্টার্ক ঘরের মাঠে এ নিয়ে টানা ছয়টি টেস্ট খেলেছেন। আর সফরকারী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যেতে হবে।

 

এ প্রসঙ্গে কোচ জানান, ‘সে (হ্যাজেলউড) ইনজুরিতে পড়েনি। আমরা টেস্ট সিরিজ শেষে তাকে এক সপ্তাহের বিশ্রামে রাখতে চাই। তবে মেলবোর্নে দ্বিতীয় ওয়ানডেতেই ফিরে আসবে সে। ’

এদিকে অজি দলে নেওয়া হয়েছে তরুণ পেসার বিলি স্ট্যানলেককে। সম্প্রতি বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দারুণ পারফরম্যান্সও করেন তিনি। আর গ্যাবার ম্যাচে হ্যাজেলউডের বিশ্রামের কারণে ওয়ানডেতে অভিষেক হয়ে যেতে পারে তার।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।