ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

এলগারের সেঞ্চুরিতে প্রোটিয়াদের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৯, জানুয়ারি ৩, ২০১৭
এলগারের সেঞ্চুরিতে প্রোটিয়াদের দিন ডিন এলগারের সেঞ্চুরি-ছবি:সংগৃহীত

ডিন এলগারের সেঞ্চুরিতে কেপটাউন টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দিন শেষে ছয় উইকেট হারিয়ে ২৯৭ রান করেছে ফাফ ডু প্লেসিস বাহিনী। 

নিউল্যান্ডসে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একদিক আগলে রেখে ব্যাটিং করে যান এলগার।

তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত সুরাঙ্গা লাকমালের বলে আউট হওয়ার আগে ২৩০ বলে ১৫টি চারের সাহায্যে ১২৯ রান করেন তিনি।

৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কুইন্টন ডি কক। ১৬ রানে আছেন কাইল অ্যাবোট। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন লাহিরু কুমারা। দুই উইকেট পেয়েছেন লাকমাল আর রঙ্গনা হেরাথ একটি উইকেট লাভ করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।