আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ১৯১ জন কাউন্সিলরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর।
চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে ১৫টি ক্লাব, যেগুলো খসড়া তালিকায় অনিয়মের অভিযোগে বাদ পড়েছিল। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত চালাচ্ছিল। এছাড়া সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলা থেকে কাউন্সিলর নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
তবে নরসিংদী জেলার কাউন্সিলর পদ এখনও শূন্য রয়েছে, যা আগের খসড়া তালিকাতেও একই ছিল।
নির্বাচন কমিশনের প্রধান মোহাম্মদ হোসাইন নেতৃত্বে তিন সদস্যের কমিটি শুক্রবার ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তালিকা অনুমোদন করে। এরপর বিকেল ৪টা ৪০ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিশ বোর্ডে তালিকাটি টাঙানো হয়।
এর আগে বৃহস্পতিবার কমিশন খসড়া ভোটার তালিকা নিয়ে পাওয়া ৩৮টি আপত্তির শুনানি শেষ করে। প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরে প্রকাশিত এই তালিকার মাধ্যমে বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে গেল।
এফবি/এমএইচএম