ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ভারতের কাছে দুইবার হেরে জেতার উপায় খুঁজে পেয়েছেন পাকিস্তান কোচ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, সেপ্টেম্বর ২৭, ২০২৫
ভারতের কাছে দুইবার হেরে জেতার উপায় খুঁজে পেয়েছেন পাকিস্তান কোচ! সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫ ফাইনালের আগে ভারত–পাকিস্তান লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। রোববার দুবাইয়ে মহারণে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এর আগে চলতি আসরে দু’বার মুখোমুখি হয়ে পাকিস্তান দু’বারই হেরেছে ভারতীয়দের কাছে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে পাকিস্তান।

ফাইনালের আগে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন জানালেন, আগের দুই হারের পরও তার দল উন্নতির ধারা দেখিয়েছে। বিশেষ করে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তারা ম্যাচের বড় সময় নিয়ন্ত্রণে রেখেছিল বলে দাবি করেন তিনি।

হেসন বলেন, ‘ভারতের বিপক্ষে শেষ ম্যাচে আমরা প্রথম খেলার তুলনায় অনেক ভালো করেছি। প্রথম ম্যাচটা ছিল কিছুটা নিষ্ক্রিয়, আমরা ভারতকে নিয়ন্ত্রণ নিতে দিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা দীর্ঘ সময় খেলার লাগাম শক্ত করে ধরে রেখেছিলাম। শেষ দিকে অভিষেক শর্মার অসাধারণ ইনিংস আমাদের কাছ থেকে ম্যাচটা নিয়ে যায়। ’

ফাইনালকে সামনে রেখে খেলোয়াড়দের উদ্দেশে স্পষ্ট বার্তাও দিয়েছেন হেসন। তার ভাষায়, ‘আমার বার্তা একটাই—শুধু ক্রিকেটে মনোযোগ দিতে হবে, সেটাই আমরা করব। এমন ম্যাচে আবেগ থাকবেই, কিন্তু আমাদের লক্ষ্য হবে ক্রিকেট। ভারত বিশ্বের শীর্ষ দল, এর পেছনে কারণ আছে। আমাদের চ্যালেঞ্জ হলো তাদেরকে দীর্ঘ সময় চাপে রাখা। ’

হেসন আরও যোগ করেন, ‘আমরা এই সুযোগ প্রাপ্য এবং এখন সেটাকে কাজে লাগানো আমাদের দায়িত্ব। আমাদের লক্ষ্য শিরোপা জেতা, এবং এজন্য শুরু থেকেই ভারতকে চাপে ফেলতে হবে। ’

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।