ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

রউফের জরিমানা নিজে পরিশোধ করবেন পিসিবি প্রধান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, সেপ্টেম্বর ২৭, ২০২৫
রউফের জরিমানা নিজে পরিশোধ করবেন পিসিবি প্রধান

এশিয়া কাপের সুপার ফোরে ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানি পেসার হারিস রউফ ও ওপেনার সহিবজাদা ফারহানের আচরণ নিয়ে অভিযোগ তোলে ভারত।

 

এর প্রেক্ষিতে আইসিসি রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করে, আর ফারহান সতর্কবার্তা পান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, এই জরিমানার টাকা তিনি নিজে পরিশোধ করবেন। শুক্রবার সামা টিভি এমন খবর প্রকাশ করেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল রউফ ও ফারহানের আচরণ নিয়ে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটও এ বিষয়ে ব্যবস্থা নেন।

দুবাইয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে হারে পাকিস্তান। খেলার সময় ফিফটির পর ফারহান বন্দুক তাক করার ভঙ্গিতে উদযাপন করেন।  

অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে রউফের সঙ্গে অভিষেক শর্মা ও শুবমান গিলের তর্ক-বিতর্ক হয়। এছাড়া বাউন্ডারির কাছে দাঁড়িয়ে ভারতীয় দর্শকদের উদ্দেশে ‘০-৬’ ইশারাও করেন তিনি, যা বিতর্ক আরও বাড়ায়।

ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা ম্যাচ শেষে অভিযোগ করেন, ‘তারা কোনো কারণ ছাড়াই আমাদের দিকে আসছিল। ’ এ নিয়ে ভারতের পক্ষ থেকে কঠোর শাস্তির দাবি করা হয়।

শুধু পাকিস্তান নয়, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকেও আইসিসি জরিমানা করেছে। গ্রুপ পর্বে পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে বক্তব্য দেওয়ায় তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। যদিও সূর্যকুমার অভিযোগ অস্বীকার করেন, কিন্তু আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তা খারিজ করে দেন।

এদিকে, পিসিবি সূর্যকুমারের বিরুদ্ধে আরও কড়া শাস্তি দাবি করেছিল। তারা চেয়েছিল, আইসিসি যেন লেভেল–৪ স্যাংশন আরোপ করে, যা আচরণবিধি ভঙ্গের সবচেয়ে গুরুতর শাস্তি হিসেবে ধরা হয়।

এশিয়া কাপের মাঠের লড়াইয়ের বাইরেও ভারত–পাকিস্তান দ্বৈরথ যে কতটা উত্তেজনা ছড়াচ্ছে, সাম্প্রতিক ঘটনাগুলোই তার প্রমাণ।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ