ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আফগানদের চাপে রেখেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, অক্টোবর ১১, ২০২৫
আফগানদের চাপে রেখেছে বাংলাদেশ সংগৃহীত ছবি

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। আর তাতে শুরুটা ভালোই হয়েছে তাদের।

আফগানিস্তানের টপ ও মিডল অর্ডারকে দাঁড়াতেই দেননি মোস্তাফিজ-রিশাদরা।  

আবুধাবিতে আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। টস শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিং বেছে নিতেন। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এই ম্যাচটি তাদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।

বাংলাদেশের একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। বোলিং দুইজনেই এখন পর্যন্ত বেশ ভালো করেছেন।

আগে ব্যাটিংয়ে নামা আফগানদের শুরুতেই ধাক্কা দেন তানজিম হাসান সাকিব। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে (১১) জাকের আলীর ক্যাচে ফেরান এই ডানহাতি পেসার। এরপর তিনে নামা সেদিকুল্লাহ অটলকে (8) দাঁড়াতে দেননি তানভীর ইসলাম।

শুরুর সেই ধাক্কা সামলাতে হাল ধরেন আফগান ওপেনার ইব্রাহীম জাদরান। স্রোতের বিপরীতে ফিফটি তুলে নেন তিনি। কিন্তু তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন টপ ও মিডল অর্ডারের বাকিরা। এর মধ্যে রহমত শাহ (৯) ফেরেন রিটায়ার্ড হার্ট হয়ে। হাশমতুল্লাহ শহীদি (৪)-কে বোল্ড করেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর আজমতউল্লাহ ওমরজাই (০) ৩ বল খেলে শিকার হন রিশাদ হোসেনের। ৭৯ রানে চতুর্থ উইকেট হারায় আফগানরা।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১১ রান তুলেছে আফগানিস্তান। ক্রিজে আছেন জাদরান (৬১) ও মোহাম্মদ নবী (১৭)।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।