ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সিরিজ বাঁচানোর লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, অক্টোবর ১১, ২০২৫
সিরিজ বাঁচানোর লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ সংগৃহীত ছবি

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে মেহেদী হাসান মিরাজদের।

জয় পেলে সিরিজে সমতা, হার মানেই সিরিজ হাতছাড়া।

আবুধাবির ধীরগতির উইকেট মাথায় রেখে বাংলাদেশ আজ স্পিনেই বেশি ভরসা রাখতে পারে। এমন পিচে স্পিনাররাই হয়ে উঠতে পারেন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মূল অস্ত্র। তাই দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি তানভীর ইসলামের সঙ্গে জুটি বেঁধে গড়তে পারেন স্পিন আক্রমণ।

তবে অতিরিক্ত স্পিনার খেলাতে গেলে পেস বিভাগে সামান্য কাটছাঁট করতেই হবে। তিনজন নয়, দুই পেসার নিয়েই নামতে পারে বাংলাদেশ। সেই দুইজন হতে পারেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। প্রথম ম্যাচে বিশ্রামে থাকা মোস্তাফিজের দলে ফেরাটা প্রায় নিশ্চিত।

অন্যদিকে, যদি তিন পেসার নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নেয় দল, তবে রিশাদের জায়গায় দেখা যেতে পারে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, কিংবা তরুণ নাহিদ রানাকে। বর্তমানে পেসাররা সবাই কমবেশি ছন্দে আছেন, তাই একাদশ গঠন নির্ভর করছে সম্পূর্ণ কৌশলগত সিদ্ধান্তের ওপর।

সব মিলিয়ে সিরিজে টিকে থাকার এই ম্যাচে বাংলাদেশ নামতে পারে অভিজ্ঞতা ও ভারসাম্যের সমন্বয়ে গড়া এই একাদশ নিয়ে।

সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন/তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।