আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হেরে বাংলাদেশ দল যখন খানিকটা কোণঠাসা, তখন চাপ শব্দটাকেই যেন উড়িয়ে দিলেন ওপেনার নাঈম শেখ। তার মতে, ক্রিকেট খেলায় চাপের কোনো স্থান নেই।
সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজদের দেওয়া ২২১ রানের লক্ষ্য আফগানিস্তান ৫ উইকেট হাতে রেখেই টপকে যায়। ফলে সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে যোগ দিয়েই নিজের আত্মবিশ্বাসের কথা শোনালেন নাঈম।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'জয়ের আশা নিয়েই আমাদের মাঠে নামতে হবে। সিরিজে এখনো দুটি ম্যাচ বাকি আছে এবং জেতাই আমাদের একমাত্র লক্ষ্য। আমি ভালো কিছু করার বিশ্বাস নিয়েই দলের সঙ্গে যোগ দিয়েছি। '
ভিসা সংক্রান্ত জটিলতার কারণে প্রথম ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেননি এই বাঁহাতি ওপেনার। দেরিতে হলেও দলের সঙ্গী হতে পেরে স্বস্তি প্রকাশ করে নাঈম বলেন, 'ভিসা সমস্যায় একটু দেরি হয়ে গেছে। তবে সব মিটে যাওয়ায় এখন দলের সঙ্গে যোগ দিতে পারছি, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। '
নাঈমের অনুপস্থিতিতে প্রথম ওয়ানডেতে তানজিদ হাসানের সঙ্গে ইনিংস উদ্বোধন করেছিলেন সাইফ হাসান, যিনি তার অভিষেক ম্যাচে ২৬ রানের একটি ইনিংস খেলেন। তবে দ্বিতীয় ম্যাচের একাদশে নাইম শেখ ফিরলে ওপেনিং জুটিতে যে পরিবর্তন আসছে, তা প্রায় নিশ্চিত।
এফবি/এমএইচএম