কফি আর হট চকলেট ফাজের ইনডালজিং স্বাদে দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় এবার বাজারে এনেছে তাদের নতুন পণ্য – সেভয় ডিস্কোন আইসক্রিম।
নতুন এই আইসক্রিম শুধু একটি সাধারণ কোন আইসক্রিম নয় বরং স্বাদে, টেক্সচারে আর স্টাইলে—একদম নতুন এক্সপেরিয়েন্স।
সেভয় ডিস্কোন আইসক্রিমের সবচেয়ে আলাদা ব্যাপার হচ্ছে এর উপরে থাকা রিচ ডার্ক চকলেট ডিস্ক, ক্রানচি হানিকম্ব, প্রিমিয়াম কফি আইসক্রিম, আর এর ভেতরে থাকা হট চকলেট ফাজ। আর এই পুরোটাই পরিবেশন করা হয়েছে একেবারে মচমচে চকলেট ওয়েফার কোনে। প্রতিটা স্তরে আছে স্বাদের ভিন্নতা আর মজাদার টেক্সচার।
সেভয়ের মুখপাত্র আমাদের জানান, ‘তারা এই পণ্যটি বাজারে এনেছে তরুণ প্রজন্মের কথা ভেবে – যারা শুধু স্বাদ নয় বরং খুঁজে নতুন কিছু, একটু আলাদা কিছু। সেভয় ডিস্কোন হতে পারে সেই পছন্দের জায়গাটি। সেইসাথে সবার প্রতিদিনকার জীবনে আনবে বাড়তি এক্সাইটমেন্ট। ’
খুব শিগগিরই এটি দেশের সবখানে পাওয়া যাবে।
এমএম