স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন সিটি সিরিজের প্রথম স্মার্টফোন ‘সিটি ১০০’। মাত্র ১১ হাজার ৯৯০ টাকার মূল্যে এই স্মার্টফোনটি নতুন প্রজন্মের জন্য তৈরি বলে বুধবার (২১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অত্যাধুনিক এআই প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স- সব মিলিয়ে ‘সিটি ১০০’ তরুণদের জন্য স্টাইল, স্মার্টনেস ও স্পিডের এক অনন্য অভিজ্ঞতা বলেও জানায় প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, ৭ দশমিক ৬৫ মিমি প্রিমিয়াম ইউনিবডি ফ্রেমে তৈরি এই ফোনটি তার স্লিম ও স্লিক লুকে নজর কাড়বে সহজেই। ফোনটির ৬ দশমিক ৭৫ ইঞ্চির আল্ট্রা-ফ্ল্যাট ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৭শ নিট ব্রাইটনেস ও ৮৩ শতাংশ রঙের ব্যাপ্তি দিনের আলোতেও চোখ ধাঁধানো ভিজ্যুয়াল নিশ্চিত করে।
এটি আইপি৬৪ রেটেড ধুলা ও পানি প্রতিরোধী। ফোনটি ১ দশমিক ৫ মিটার উচ্চতা থেকে ২৫ হাজার মাইক্রো-ড্রপ টেস্টে উত্তীর্ণ হয়েছে এবং থাকছে ৬০ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি। তাছাড়া লিমিটেড স্টক হিসেবে ফ্রি ম্যাগনেটিক স্পিকার এবং ম্যাগনেটিক ব্যাক কভার পাওয়া যাবে।
তরুণরা এখন আইটেলের স্মার্টফোনের মাধ্যমে উন্নত এআই সুবিধা উপভোগ করতে পারবে। এ ছাড়া পাঁচ হাজার দু্ইশ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকছে ফোনটিতে।
এএটি