ঢাকা: সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ও মাসিক কিস্তির টাকা দেওয়া যাবে ইসলামী ব্যাংকের মাধ্যমে।
সম্প্রতি ইসলামী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে।
ইসলামী ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা, এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুন, উপসচিব সিরাজাম মুনিরা উপস্থিত ছিলেন।
এএটি