ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

বেলিংহাম ঝলকে রিয়ালের জয়, লিভারপুলের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, অক্টোবর ২৩, ২০২৫
বেলিংহাম ঝলকে রিয়ালের জয়, লিভারপুলের গোল উৎসব সংগৃহীত ছবি

জুনের পর প্রথম গোলের দেখা পেলেন জুড বেলিংহাম। তার এই গোলেই রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে জুভেন্টাসের লড়াকু পারফরম্যান্সকে ছাপিয়ে ১-০ গোলের জয় তুলে নিয়েছে।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো স্প্যানিশ জায়ান্টরা।

বুধবার ম্যাচের ৫৮তম মিনিটে গোলটির রূপকার ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনি জুভেন্টাসের তিনজন খেলোয়াড়কে কাটিয়ে শট নেওয়ার জায়গা তৈরি করেন। তার শটটি পোস্টে লেগে ফিরে আসলে, কাঁধের অস্ত্রোপচার থেকে ফেরা বেলিংহাম সেটিকে সহজেই জালে জড়িয়ে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন।

এই হারে জুভেন্টাসের জয়খরা আরও বাড়লো। গত ১৩ সেপ্টেম্বর থেকে জয়হীন দলটি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়শূন্য রইলো। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট, যেখানে রিয়াল মাদ্রিদের ঝুলিতে ৯ পয়েন্ট।

তবে ইতালিয়ান ক্লাবটি প্রায় এক ঘণ্টা ধরে রিয়ালকে আটকে রেখেছিল। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে বেশ কয়েকটি দুর্দান্ত সেভও করতে হয়েছে। এমনকি ম্যাচের শেষ মুহূর্তেও সমতা ফেরাতে মরিয়া জুভেন্টাসের ফিলিপ কসতিচের দূরপাল্লার একটি জোরালো শট রুখে দিতে হয় এই বেলজিয়ান গোলরক্ষককে।

বাজে ফর্ম কাটিয়ে লিভারপুলের গোল উৎসব

টানা বাজে ফর্ম কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। বুধবার রাতে তারা জার্মানির ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে তাদেরই মাঠে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

টানা চার ম্যাচ হারের হতাশা নিয়ে জার্মানিতে গিয়েছিল লিভারপুল, যার মধ্যে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠের হারও ছিল। চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচেও তারা গালাতাসারাইয়ের কাছে হেরেছিল।

এদিন ম্যাচের ২৬ মিনিটে রাসমুস ক্রিস্টেনসেনের গোলে স্বাগতিক ফ্রাঙ্কফুর্টই প্রথমে এগিয়ে যায়। কিন্তু লিভারপুল মাত্র নয় মিনিট পরই সমতায় ফেরে। ফ্রাঙ্কফুর্টের সাবেক খেলোয়াড় উগো একিতিকে তার সাবেক তিন সতীর্থকে গতিতে পেছনে ফেলে গোলরক্ষক মাইকেল সেটেরারের নিচ দিয়ে বল জালে জড়ান। গোলের পর তিনি উদ্‌যাপন না করে, হাত তুলে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন।

বিরতির আগেই কর্নার থেকে ভার্জিল ফন ডাইক ও ইব্রাহিম কোনাতে হেডে গোল করে লিভারপুলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। ৬৬ মিনিটে ফ্লোরিয়ান ভির্টসের অ্যাসিস্টে কোডি গাকপো ব্যবধান বাড়ান। এর চার মিনিট পর ৩০ মিটার দূর থেকে ডমিনিক সোবোসলাইয়ের দুর্দান্ত এক গোলে বড় জয় নিশ্চিত করে আর্নে স্লটের দল।

দিনের অন্য ম্যাচে চেলসি ৫-১ গোলে আয়াক্সকে এবং বায়ার্ন মিউনিখ ৪-০ গোলে ক্লাব ব্রুজকে পরাজিত করেছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।