ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ফুটবল

প্রীতিকে নিয়ে দ্বিধায় টিটু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
প্রীতিকে নিয়ে দ্বিধায় টিটু

নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আগামী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

প্রথম ম্যাচে জোড়া গোল করা প্রীতিকে আগামী ম্যাচে খেলানো নিয়ে সংশয়ে আছেন কোচ সাইফুল বারী টিটু।

প্রথম ম্যাচে জোড়া গোল করার পর প্রীতিকে তুলে নেন কোচ। চোটের সমস্যা আছে তার। তবে আগামী ম্যাচে মাঠে নামতে মানসিক ভাবে প্রস্তুত প্রীতি। আজ অনুশীলন শেষে টিটু বলেন, ‘প্রীতি মাঠে নামতে চায়। সে বলছে তর একটু ব্যাথা আছে। আমরা বিষয়টা দেখছি কি অবস্থায় আছে। তবে তাকে ফাইনালের আগে বিশ্রাম দিতে পারলে ভালো হতো। কিন্তু না খেলিয়ে বসিয়ে রাখলে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট আসতে পারে। যাই হোক আমরা ভাবছি দেখি কি করা যায়। ’

চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ- ভারত ফাইনাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই হিসেবে আগামী ম্যাচ ফাইনালের ড্রেস রিহার্সেল বলে মনে করেন টিটু। তিনি বলেন, ‘যদি ধরে নেয়া হয় ফাইনালে বাংলাদেশ - ভারত খেলবে তবে আগামী ম্যাচ ফাইনালের ড্রেস রিহার্সেল হয়ে যাবে। আমরাও আমাদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাবো। কোথায় কাজ করতে হবে বোঝা যাবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।