ঢাকা, শনিবার, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ মার্চ ২০২৪, ১৯ রমজান ১৪৪৫

শিক্ষা

কোচিং বাণিজ্য: রুলের জবাব দিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১২

ঢাকা: কোচিং বাণিজ্য বন্ধ সংক্রান্ত হাইকোর্টের রুলের জবাব দিতে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৭ দিনের মধ্যে এ কমিটি রুলের জবাব দেবে।

 

বুধবার এ সংক্রান্ত আন্তঃমন্ত্রনালয় সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী জানান, জবাব দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে প্রধান করে ৪ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে।
 
উল্লেখ্য, গত ১৪ আগস্ট অভিবাবকদের সংগঠন অভিবাবক ঐক্য ফোরাম সভাপতি জিয়াউল করিম দুলু কোচিং বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর দেশের সকল সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং করানোর ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারির নির্দেশ কেন দেওয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, শিক্ষা সচিবসহ ২০ জনকে রুলের জবাব দিতে বলেন।
 
প্রসঙ্গক্রমে শিক্ষামন্ত্রী আরও বলেন, কোচিং বাণিজ্য বন্ধে একই সঙ্গে জড়িত শিক্ষকদের তালিকাও তৈরি করা হচ্ছে।  

 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং করাচ্ছেন-এ রকম শিক্ষকদের তালিকা প্রস্তুত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, “শুরু থেকেই শিক্ষা মন্ত্রণালয় কোচিং ব্যবসা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের লক্ষ্য কোচিং বাণিজ্য বন্ধ করা। ”

ক্লাসরুমে প্রকৃত শিক্ষা দেওয়া হলে কোচিং প্রয়োজন পড়ে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ব্যাপারে বাস্তব পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

মন্ত্রী বলেন “শিক্ষকরা বলেন বেতন-ভাতা কম।   অথচ এ সরকারের আমলে তাদের ৫০ থেকে ৬০ ভাগ বেতন বৃদ্ধি করা হয়েছে। ”

শিক্ষার্থী ভর্তিতে স্কুলগুলোতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তদন্ত হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়েছে। অভিযোগ পাওয়া যাচ্ছে, এ ধরনের স্কুলের তালিকা তৈরি করে তদন্ত করছে এ কমিটি।


কে কোথায় কত টাকা কীভাবে নিয়েছে তা সুনির্দিষ্টভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আগামী দু’/এক দিনের মধ্যে এ তালিকা মন্ত্রণালয়ে জমা হলেই স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।    

সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধকরণ সংক্রান্ত বুধবারের সভায় শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ অন্যান্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।