ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

জবিতে শরৎ উৎসব

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
জবিতে শরৎ উৎসব

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শরৎ উৎসব-১৪২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে উপাচার্য ড. মীজানুর রহমান এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজনের বিষয়কে উৎসাহিত করেন এবং শরৎ উৎসব-২৪২৬ এর সফলতা কামনা করেন।

এরপর গত কয়েক বছরের মত এবারও সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা সংস্কৃতি ধারণ ও শরৎকে উপজীব্য করে দিনব্যাপী বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা ড. বজলুর রশীদ খান, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন ড. কাজী সাইফুদ্দীন, প্রক্টর ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ফাইয়াজ হোসেন, সাধারণ সম্পাদক সাঈদ মাহাদীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
কেডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।