ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ডাকসুর কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মোশাররফ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, সেপ্টেম্বর ২১, ২০২৫
ডাকসুর কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মোশাররফ অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন।

রোববার (২১ সেপ্টেম্বর) উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খান এ নিয়োগ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দিয়েছে।

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।