ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আওয়ামী লীগ নেতা বাচ্চুর মৃত্যুতে আ জ ম নাছিরের শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, ডিসেম্বর ৩, ২০২১
আওয়ামী লীগ নেতা বাচ্চুর মৃত্যুতে আ জ ম নাছিরের শোক  রফিকুল হোসেন বাচ্চু

চট্টগ্রাম: নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আ জ ম নাছির বলেন, ১৯৭৫ পরবর্তী রাজনীতির বিভীষিকাময় পরিস্থিতিতে রাজপথের সাহসী সৈনিক, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুকের সভা ভণ্ডুল করে রাজপথ দখলে রেখেছিলেন রফিকুল হোসেন বাচ্চু। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।